Monday, July 7, 2025
Homeরাজনীতিবিএনপিবিএনপি ক্ষমতায় গেলে গোয়াইনঘাট মডেল উপজেলায় উন্নীত হবে:এড.মুমিন

বিএনপি ক্ষমতায় গেলে গোয়াইনঘাট মডেল উপজেলায় উন্নীত হবে:এড.মুমিন

 

 

গোয়াইনঘাট প্রতিনিধি:

বিএনপি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুমিন বলেছেন, বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী। দীর্ঘ ১৭ বছর সিলেট-৪ আসনে কোন উন্নয়ন হয়নি, লুটপাট হয়েছে। ২৪ হাজার কোটি টাকা লুটপাট করে অত্র এলাকার তথাকথিত মন্ত্রী আজ জেলহাজতে। আগামী সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ফতেপুর তথা গোয়াইনঘাট উপজেলাকে একটি মডেল উপজেলায় উন্নীত করা হবে।

 

গতকাল ৬ জুলাই রবিবার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে স্থানীয় বাংলাবাজারে আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের আহবায়ক কমিটির নবনির্বাচিত সদস্য এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট শাহজাহান সিদ্দিক, এডভোকেট নূর আহমদ, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট মোবারক হোসেন এর সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট নূর আহমদ, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট লিয়াকত আলী এপিপি, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক এডভোকেট মোবারক হোসেন এপিপি।

সাবেক ছাত্রনেতা ফয়সল আহমদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দীন, কুতুব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুন, উপজেলা বিএনপি সাবেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক বদর উদ্দিন বদরুল, ফতেহপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান কবির সোহেল, মমতাজুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমাম ফেরদৌস ডালিম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আক্তার ফারুক, জেলা ছাত্রদল সদস্য কামিনুর রশিদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ হেলু, ছাত্রদল নেতা আব্দুল্লাহ, সেলিম উদ্দিন, আবিদুর রহমান, গিয়াস রানা প্রমুখ।

সভায় সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান বারুল হোসেন বাবুল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments