Friday, July 4, 2025
Homeসিলেট বিভাগহবিগঞ্জনবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিরহ দোকানধারের উপর ক্ষোভ  লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি অগ্নিসংযোগ

নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিরহ দোকানধারের উপর ক্ষোভ  লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি অগ্নিসংযোগ

 

 

নবীগঞ্জ প্রতিনিধিঃ

নবীগঞ্জ শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে দুই পক্ষের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় পৌর শহরের বেশ কয়েকটি দোকান ভাংচুর করা হয়েছে।জানাযায় গতকাল রাত ১০ টার দিকে সাবেক ৩ নং ইনাতগন্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি  আশাহিদ আলী আশা নবীগঞ্জ বাজারে আসলে পূর্ব তিমিরপুর গ্রামের জৈনিক ব্যক্তির সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয় এক পর্যায়ে হামলার শিকারহন আশাহীদ আলী আশা।পরবতীতে আনমুনু গ্রামের বাদল মিয়া ও কাজলকে জানালে পূর্ব তিমিরপুর গ্রামের ২ যুবককে আটক করে মার্কেটের ভিতর নির্যাতন  করা হয় পরে পুলিশকে আটককৃত ২ যুবককে উদ্ধার করে নবীগঞ্জ থানা হেফাজতে নিয়ে আসে। খবর পেয়ে পূর্ব তিমিরপুর গ্রামের লোকজন মাইকে ঘোষনা দিয়ে গাজীর টেক ট্রাফিক পয়েন্টে লাটি সুটা দেশীও অস্ত্র শস্ত্র  নিয়ে হামলা করতে চলে আসে। অপরদিকে তাদের হামলা ঠেকাতে সেসন আহমদ,  কাজল ও বাদল গংরা ইট পাটকেল  ছুড়ে   ধাওয়া দেয়। এসময় বেশ কয়েকটি দোকান ও মার্কেট ভাংচুর হয়।

এসময় পথচারী মানুষ দিকবেদিক দৌড়াদৌড়ি শুরু করে। পথচারীতের মধ্যে আতংক সৃষ্টি হয়।এসময় জুয়েলম্যনশন মার্কেটের ২য়  তলার  গ্লাস ইটপাটকেল দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। মদিনা মার্কেট সংলগ্ন আরও কয়েকটি দোকান ভাংচুর হয় শার্টার ভেঙ্গে মালামাল লুট হওয়ারও খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে দুই পক্ষের লোকজন পালিয়ে যায়।এসময় ব্যবসায়ীদের জান মালের   নিরাপত্তা হীনতার  জন্য  ক্ষোভ প্রকাশ করেন। এমতা অবস্থায় শহরে থমতমে অবস্থা বিরাজ করছে।

 

শাহরিয়ার আহমেদ শাওন

নবীগঞ্জ প্রতিনিধি

মোবাইলঃ০১৭৮১৯৯২১২১

তাং :০৪/০৭/২৫ ইং

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments