বিশেষ প্রতিনিধিঃ
হবিগঞ্জ শহরের দেয়ানত রাম সাহার বাড়ি এলাকায় উপর্যুপরি ছু’রিকাঘাতে হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী জনি দাশ (১৬) নিহ’ত হয়েছেন। আহ’ত হয়েছেন তার বড় ভাই বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জীবন দাশ জয়।
নিহ’তের পরিবার জানায়, আজ বুধবার (৩ জুলাই) ভোররাতে চুরির উদ্দেশ্যে বাসায় প্রবেশ করে এক বা একাধিক ব্যক্তি। এসময় দরজা খুলে চোরকে ঝাপটে ধরলে দুর্বৃত্তদের একজন জনি ও তার ভাইকে উপর্যুপরি ছু’রিকা’ঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহ’ত অবস্থায় দুই ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃ’ত ঘোষণা করেন।
জনি দাশের বাড়ি বানিয়াচং উপজেলার বাঘতলা গ্রামে। তার বাবা নর্ধন দাশ শহরের চৌধুরী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী।
পুলিশ বলছে, ঘটনাটি চুরি নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি চোর বা হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে হ*ত্যায় ব্যবহৃত ছো’রাসহ বেশ কিছু আলামত জব্দ করেছে পুলিশ।