নিজস্ব প্রতিবেদক,
সিলেটের জৈন্তাপুর টু কানাইঘাট উপজেলার আঞ্চলিক সংযোগ সড়ক দরবস্ত টু কানাইঘাট রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়াতে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন প্রতি দিন কোথাও না কোথায় ঘটছে ছোট বড় সড়ক দূর্ঘটনা। সেই সাথে জনদূর্ভোগ আর ধুলা বালিতে অতিষ্ট জন জীবন বাড়ছে পথ চলা মানুষের রোগ বালাই। ঝুঁকি নিয়ে চলছে গর্ভবতী নারী ও জটিল রোগী।
ভাঙ্গা রাস্তা খানা খন্দক পু্কুর সৃষ্টি অন্যদিকে ধুলোবালি এ নিয়ে চলছে যাত্রীসাধারণ ও পথচারীসহ স্কুল, কলেজ,মাদ্রাসাগামী শিক্ষার্থী ব্যাবসায়ি শ্রমজীবি মানুষ।
সরেজমিনে প্রতিবেদক জানান ৪৩ কিলোমিটার সড়কের দরবস্ত টু শাহবাগ গত বছর টেন্ডার দেও সড়ক ও জনপদ বিভাগ।৪৩ কিলোমিটার সড়কে কয়েক জায়গায় একটু খুড়াখুড়ি করে নাম মাএ কাজ দেখিয়ে মোটা অংকের বিল উত্তলন করে ঠিকাদার জাহিদ ইকবাল নামক একটি ঠিকাদারি প্রতিষ্টান মালিক।১০ বছর আগে এই সড়কে ASBS নামক একটি টিকাদারী প্রতিষ্টানের কার্পেটিং কাজের পর আর কোন উন্নয়ন হয়ে নি এই সড়কে।সড়ক ও জনপদের গাফলতি দায়ি করেন জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সচেতন মহল।এ ব্যাপার সড়ক ও জনপদ বিভাগ সিলেটের সাব ডিবিশনাল ইন্জিনিয়ার সালাহ উদ্দীন সুহাগ এর সাথে আলাপ করলে জানা যায়।
দরবস্ত,কানাইঘাট রাস্তায় চলতি বছরে কোন বরাদ্ধ হয়নি। তবে টেন্ডার এর জন্য দরপএ আহব্বান করা হয়েছে শ্রীগ্রই টেন্ডার হবে। আর আমাদের নিয়মিত সংস্কারের কাজ চলমান রয়েছে।টেন্ডার হলেই এই দূর্ভোগের স্হায়ী সমাধান হবে।
দরবস্তন,কানাইঘাট রাস্তার জনগনের দূর্ভোগ দেখে জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী জয়নাল আবেদীন দুঃখ প্রকাশ করে বলেন খানা খন্দক রাস্তায় এই এলাকার মানুষ কে ভোগান্তি নিয়ে চলতে হয় প্রতিদিন।এ জন্য সংশ্লিষ্ট কর্তিপক্ষ দায় এড়াতে পারবে না।সড়ক ও জনপদ যদি অতি শ্রীগ্রই রাস্তা উন্নয়নের ব্যাবস্হা না করে তাহলে জনগন দাবি আদায়ে সিলেট তামাবিল মহাসড়কে কঠোর কর্ম সূচি দিতে বাধ্য হবে।