শাবিপ্রবি প্রতিনিধি,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে ভর্তি কমিটির ভুলবার্তার মাধ্যমে ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েন ভর্তিচ্ছু ৯৫জন শিক্ষার্থী।
গত ২০ জুন রাতে আকস্মিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় যে, ২২ জুন তারিখে যারা বিজ্ঞানে ৪০১ থেকে ৪৯৫ মেধাক্রমে ছিলেন, তাদেরকে ভর্তির জন্য পূর্বে যে তৃতীয় কল হয়েছিল, তা ছিল ভুলবশত।
সংশোধিত নোটিশে ‘বি ইউনিটের বিজ্ঞান বিভাগের পরিবর্তে মানবিক বিভাগকে কল করা হয়।
ভুলবার্তার মাধ্যমে ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েন ভর্তিচ্ছু ৯৫জন শিক্ষার্থী। ভুলবার্তায় ভর্তির জন্য ডাকা ওই ৯৫জন শিক্ষার্থীর ভর্তি নিবে শাবি কর্তৃপক্ষ।গত রবিবার(২২) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
ভুল বার্তাপ্রাপ্ত ৯৫ জন শিক্ষার্থীর সম্ভাব্য ভর্তি তারিখ ৩ জুলাই এবং একই দিনে চতুর্থ দফায় ভর্তি নেওয়া হবে। ক্লাস শুরু হবে ৭ জুলাই থেকে।কোটা বিষয়ক নির্দেশনা জানা যাবে ২ জুলাই।
সোমবার (৩০) রাতে বিষয়টি নিশ্চিত করেন ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. রফিকুল ইসলাম।