তন্ময় দেব (শাল্লা) সুনামগঞ্জ প্রতিনিধি::
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ শাল্লা উপজেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন আবু রায়হান
বস্হপতিবার শাল্লা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ,সুনামগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, স্বাক্ষরিত ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৩ এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিসেবে আবু রায়হান নাম প্রকাশ পায়।
সদ্য সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আবু রায়হান শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ ও তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিগত সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় সহকারী শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন শেষে প্রায় একুশ মাস পূর্বে শাল্লা উপজেলায় সহকারী শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। এই স্বল্প সময়ের মধ্যেই তিনি এই সহকারী শিক্ষা অফিসার পদে সুনাম অর্জন করেন।
এ অর্জনের বিষয়ে তিনি জানান, সৎ ও নিষ্ঠার সাথে কাজ করায় তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। ভবিষ্যতে তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।