নিজস্ব প্রতিনিধিঃ
বালিঙ্গা ফুটবল ক্লাব আয়োজিত এবং বালিঙ্গা নব জাগরণ কিশোর সংঘের পৃষ্ঠপোশকতায় গতকাল ২৪ মে ২০২৫ ইংরেজি অনুষ্ঠিত হয়ে গেলো টুর্নামেন্টের ফাইনাল খেলা।
ফাইনাল খেলায় বালিঙ্গা লাল দল মুখোমুখি হয় বালিঙ্গা সাদা দলের বিরুদ্ধে।
চরম উত্তেজনাপূর্ণ খেলায় আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা ১-১ গোলে ড্র হয়। খেলার প্রথমার্ধে সাদা দল ১ গোল দিয়ে এগিয়ে থাকে, বিরতির পর খেলা শুরু হলে গোল পরিশোধের নেশায় চেপে ধরে লাল দল, দ্বিতীয়ার্ধের একদম শেষের দিকে লালা দল গোল পরিশোধ করে সমতায় ফেরে। ফুল টাইম খেলায় আর কোনো দল গোল দিতে না পারায় খেলা গড়ায় সরাসরি ট্রাইবেকারে।
ট্রাইবেকারে সাদা দলের গোল কিপারের অসাধারণ নৈপুণ্যতায় লাল দলকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবং টুর্নামেন্টের রানার্সআপ হয় লাল দল।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সাদা দলের গোল রক্ষক।
টুর্নামেন্ট সেরা গোল রক্ষক নির্বাচিত হয় লাল দলের গোল রক্ষক আখতার হোসেন,
টুর্নামেন্টে ১৬ টি গোল দিয়ে সেরা গোল দাতা নির্বাচিত হয় লাল দলের আফসার হোসেন,
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিঙ্গা নব জাগরণ কিশোর সংঘের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক মনজুর আলম, সাবেক সহ-সাধারণ সম্পাদক শিপলু হোসেন, ইতালি প্রবাসী শিমুল চৌধুরী, ইতালি প্রবাসী সৈয়দ ফুহাদ-উর রহমান, ফ্রান্স প্রবাসী জাকির হোসেন চৌধুরী, এবং বালিঙ্গা নব জাগরণ কিশোর সংঘের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।