Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটকানাইঘাট ঝিংঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় কে উচ্চ মাধ্যমিক পর্যায় স্বীকৃতিপ্রধান

কানাইঘাট ঝিংঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় কে উচ্চ মাধ্যমিক পর্যায় স্বীকৃতিপ্রধান

 

কানাইঘাট প্রতিনিধিঃ

ঐতিহ্যবাহী কানাইঘাট ঝিংঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজকে উচ্চ মাধ্যমিক পর্যায় একাডেমিক স্বীকৃতি প্রধান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষে বোর্ডের কলেজ পরিদর্শক ড.সৈয়দ মোয়াজ্জম হুসেন গত ১১.০৯.২৩ ইং তারিখে একপত্রের মাধ্যমে ঝিংঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় কে উচ্চ মাধ্যমিক স্বীকৃতি প্রধান করেন। এসংক্রান্ত চিঠি পেয়েছেন বলে ঝিংঙ্গাবাড়ী স্কুল এন্ড কলেজ গভর্ণিংবডীর সভাপতি সাবেক জেলা পরিষদের সদস্য মোহাম্মাদ ইমাম উদ্দীন চৌধুরী পেয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।

এদিকে কানাইঘাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিংঙ্গাবাড়ী উচ্চ ও কলেজ উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাডেমীক স্বকৃতী করায় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,অবিভাবক,গভর্নিংবডির নেতৃবৃন্দ সহ এলাকাবাসীর মধ্যে খুশির বন্যা বয়ে যাচ্চে।এ স্বীকৃতি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠান টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় আরো অনেক দূর এগিয়ে যাবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেছেন।

প্রতিষ্ঠানটির শিক্ষক মণ্ডলী ও অবিভাবক বৃন্দ ও এলাকার শুধীজন বলেছেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার কলেজ পর্যায়ে মানবিক শাখায় পাঠদান কার্যক্রমকে স্বীকৃতি দেওয়ার জন্য সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডিওলেটার দিয়ে ছিলেন ।

যার কারণে ২০১৫ সাল থেকে মানবিক শাখায় পাঠদান কার্যক্রমকে অবশেষে স্বীকৃতি প্রধান করা হয়েছে।এজন্য ঝিংঙ্গাবাড়ী স্কুল ও কলেজ গভর্নিংবডীর সভাপতি ইমাম উদ্দীন চৌধুরী সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments