নিজস্ব প্রতিবেদক,
হবিগঞ্জের বাহুবলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের বাহুবল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চারগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম মাহমুদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানায়, সিলেটগামী শামীম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সাথে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চারগাঁও নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ ২ জন মারা যায়। আহত হয় আরও ১০ জন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে বাহুবল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রায় ১ ঘণ্টা সড়কে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত চলছে।