Sunday, May 18, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জদোয়ারাবাজার চেলা নদীতে ২ দিন পর ভেসে উঠলো বালু শ্রমিকের লা*শ

দোয়ারাবাজার চেলা নদীতে ২ দিন পর ভেসে উঠলো বালু শ্রমিকের লা*শ

 

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

দু’দিন পর ভেসে উঠেছে বজ্রপাতে নিহত বালু শ্রমিকের লাশ। ঘটনাটি ঘটেছে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউপি’র সোনালী চেলা নদীতে।

রবিবার (১৮ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক।

এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চেলা নদীতে স্টিলবডি নৌকায় বালু’র ভাড়া টানতে এসে বজ্রপাতে নিখোঁজ হন শ্রমিক রুবেল মিয়া।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,

শুক্রবার দিবাগত রাতে চেলা নদীতে বালু উত্তোলনের স্টিল বডি নৌকা নিয়ে ভাড়া টানতে আসেন কয়েকজন বালু শ্রমিক। রাত আড়াইটার দিকে বৃষ্টি এলে বজ্রপাতের কবলে পড়ে নৌকায় থাকা শ্রমিকরা। পরে অন্য সহযোগীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত দু’জনকে উদ্ধার করে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এঘটনায় নিখোঁজ হন কোম্পানিগঞ্জ উপজেলার কাঁঠাল বাড়ি এলাকার মৃত: মাশুক মিয়া’র পুত্র

রুবেল মিয়া(২২)।

এতে শনিবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দিনব্যাপী উদ্ধার কাজ পরিচালনা করেও নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। ওই দিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুল জলিল, এএসআই ফরহাদ হোসেন ও নৌ-পুলিশের একটি টিম।

রবিবার (১৮ মে) বিকাল ৪ টা ২০ ঘটিকায় চেলা নদীর সারপিনপাড়া নামক এলাকায় লাঁশ ভাসতে দেখে দোয়ারাবাজার থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে দোয়ারাবাজার থানা পুলিশের দেওয়া তথ্যমতে ছাতকের নৌ পুলিশ লাশটি উদ্বার করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments