পিন্টু দেবনাথ, মৌলভীবাজার :
মৌলভীবাজারের ৩দিন ব্যাপি ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
মঙ্গলবার (১৩ মে) এম. সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
পরে এম. সাইফুর রহমান অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও সেমিনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে এবং অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।
মূখ্য আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান অধ্যাপক মো: মাসুম, আলোচক ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: জগলুল হায়দার ইকবাল। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীরা স্টলের বিভিন্ন সামগ্রী দিয়ে কি করা হয় তা উপস্থাপন করে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জেলার ৭টি উপজেলা থেকে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ১৭টি স্টল রয়েছে। মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে।