স্পোর্টস ডেস্ক,
নানা জ্বল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইতালিয়ান কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। রিয়াল মাদ্রিদের সঙ্গে এই মৌসুম শেষেই সম্পর্ক চুকিয়ে ফেলবেন আনচেলত্তি। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সর্ব রিয়ালের ডাগআউটে দাঁড়াবেন তিনি। এরপর ২৬ মে দায়িত্ব নেবেন ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
ব্রাজিল ফুটবল দলে কোচ হিসেবে আনচেলত্তির প্রথম অ্যাসাইনমেন্ট ৬ জুন, ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচ। তার সামনে বড় চ্যালেঞ্জ, ভেঙে পড়া ব্রাজিল ফুটবলকে জাগিয়ে তোলা, বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পাশাপাশি দলটির হাারনো ঐতিহ্য ফিরিয়ে আনা।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) দেয়া তথ্য অনুযায়ী কালো আনচেলত্তি হলেন, ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রথম বিদেশি কোচ। এর আগে দলটির যত কোচ ছিলেন, তারা সবাই ছিলেন নিজেরে দেশের ফুটবল কোচ। শুধু তাই নয়, আনচেলত্তিও ক্যারিয়ারে এই প্রথম কোনো জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন। এরআগে তিনি শুধু ক্লাব পর্যায়েই কোচের দায়িত্ব পালন করে গেছেন।