Tuesday, May 13, 2025
Homeবিনোদনঅভিনেত্রী তটিনী চট্টগ্রামে কীভাবে আহত হলেন ? 

অভিনেত্রী তটিনী চট্টগ্রামে কীভাবে আহত হলেন ? 

বিনোদন প্রতিবেদক :

ছোট পর্দার বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীকে হঠাৎ করেই খবর পাওয়া গেছে তিনি আহত হয়েছেন। কোথায় কীভাবে আহত হলেন তিনি – এটা নিয়ে চলছে আলোচনা। এই বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন ধরে তিনি চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে ঈদুল আজহার নতুন নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছিলেন। আর সেখানেই ঘটে যাওয়া এক দুর্ঘটনায় আহত হন তটিনী। গতকাল রোববার (১১ মে) ৭টার দিকে শুটিং চলাকালীন তার মাথায় লাইটস্ট্যান্ড পড়ে যায়। এতে মাথায় গুরুতর চোট পান এই অভিনেত্রী।

 

জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে একটি বাংলোতে নির্মাতা হাসিব হোসাইন রাখি’র ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ। আকস্মিক দুর্ঘটনায় আহত হওয়ার পর পর তটিনীকে খুব দ্রুত শুটিং স্পটের পাশেই অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছে, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তারা পর্যবেক্ষণে রেখেছেন। কথা বলতে নিষেধ করেছেন তাকে।

 

জানা যায়, বিজ্ঞাপনচিত্র দিয়ে মিডিয়াতে কাজ করা শুরু করেন সুন্দরী তরুণী তটিনী। ছোট পর্দায় কয়েকটি নাটক করেই তিনি দর্শক গ্রহণযোগ্যতা অর্জন করেন। তার অভিনীত উল্লেখযোগ্য কিছু নাটক হলো ‘বহিরাগত’, ‘সময় সব জানে’, ‘নির্বাসিতা’, ‘সুহাসিনী’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘সুইট কাপল’, ‘ও আমায় ভালোবাসেনি’, ‘বাঁচিবার হলো তার সাধ’, ‘অবশেষে’, ‘দূরত্ব’, ‘টাকার নেশা’, ‘চাঁটগাইয়া হেডম’, ‘শর্টকাট লাভ স্টোরি’, ‘শেষ ঘুম’, ‘লাস্ট নাইট’, ‘অগ্নিগিরি’ ইত্যাদি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments