Monday, May 12, 2025
Homeসিলেট বিভাগসিলেটজাফলংয়ে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃ*ত্যু

জাফলংয়ে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃ*ত্যু

 

মতিউর রহমান গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের ইসিএ এলাকার পিয়াইন নদী থেকে পাথর তুলতে গিয়ে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত ওই বারকি শ্রমিকের নাম রজব আলী (৪০)। সে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বরবন্দ এলাকার রহমত উল্লাহর ছেলে।

সোমবার (১২ মে) সকাল ৯ টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীর কাটারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে রজব আলীসহ আরও এক বারকি শ্রমিক জাফলংয়ের পিয়াইন নদীর কাটারি এলাকায় পাথর উত্তোলনের কাজে যায়।

এ সময় নৌকা থেকে পানির নিচে ডুব দিয়ে সেইভ মেশিনের গর্ত থেকে পাথর আনার সময় গর্তের উপরের অংশ ভেঙ্গে রজব এর উপরে পরলে সে বালি চাপা পড়ে। দীর্ঘ সময় পরও রজব পানির নিচ থেকে উপরে না উঠায় তার সাথে থাকা শ্রমিকসহ স্থানীয় লোকজন দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে বালির নিচ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করেন।

ঘটনার সতত্য নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ জানান, পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments