Monday, May 12, 2025
Homeরাজনীতিআওয়ামীলীগসিলেটে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ২৬ নেতাকর্মীর আত্মসমর্পণ

সিলেটে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ২৬ নেতাকর্মীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক,

সিলেটের জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন।

সোমবার (১২ মে) দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। তবে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন সিলেটের কাগজ নিউজ কে এ তথ্য নিশ্চিত করেন।

 

আত্মসমর্পণকারীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা পাঁচটি মামলার আসামি। এর আগে উচ্চ আদালত থেকে তারা আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের শর্ত মোতাবেক সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।

 

এদিকে আদালতে আত্মসমর্পণ করতে আসা নেতাকর্মীদের হেনস্থা করেছে বিক্ষুব্ধ জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উত্তেজিত জনতাকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের জকিগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় চারটি মামলা হয়। চার মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন সংগঠনের এক হাজারেরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়।

 

এক মামলার বাদী জাহাঙ্গীর আলম রিপন বলেন, ‘তার মামলার নাম উল্লেখ করা ৪৮ জনসহ আড়াই শতাধিক আসামির মধ্যে তিনজন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। সোমবার সিলেটের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত কারও জামিন আবেদন মঞ্জুর করেননি।’

 

আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন বলেন, ‘পাঁচ মামলায় ২৬ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments