Monday, May 12, 2025
Homeঅপরাধদোয়ারাবাজারে শিশু ধ*র্ষণের চেষ্টা মা*মলা করে নিরাপত্তাহীনতায় নিরীহ পরিবার একমাসেও গ্রে*ফতার হয়নি...

দোয়ারাবাজারে শিশু ধ*র্ষণের চেষ্টা মা*মলা করে নিরাপত্তাহীনতায় নিরীহ পরিবার একমাসেও গ্রে*ফতার হয়নি বখাটে

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

দোয়ারাবাজারে ৬ষ্ট শ্রেণির এক শিক্ষার্থী কে শ্লীলতাহানি ও ধর্ষনের চেষ্টা পরবর্তীতে মামলা দায়ের করে বিপাকে পড়েছেন নিরীহ পরিবার। বখাটের প্রভাবশালী পরিবারের হুমকি ধমকিতে ভিকটিম পরিবার এখন নিরাপত্তাহীনয়তা রয়েছেন বলে অভিযোগ করেছেন। মামলা দায়েরের প্রায় এক মাসেও গ্রেফতার হয়নি বখাটে।

রোববার বিকেলে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর বাজারে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে ভিকটিম শিশুর মা ও বাবা কান্নায় ভেঙে পড়ে উপরোক্ত কথা বলেছেন।

তাঁরা বলেন, গরীবের বিচার নেই, থানায় অভিযোগ দেয়ার পর থেকে বখাটে মোহাম্মদ আলীর প্রভাবশালী আত্মীয় স্বজনরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। অবিলম্বে মামলা তুলে না নিলে আমাদের গ্রামে থাকতে দেবে না।

ভিকটিমের বাবা বলেন, মামলা দায়েরের ২৫ দিনেও অভিযুক্ত আসামী গ্রেফতার হয়নি, এখন উল্টো তারা মামলা তুলে নিতে হুমকি ধমকি দিচ্ছে। আমি দিনমজুর, টাকা পয়সা নেই বলে কোন বিচার পাচ্ছি না।

ভিকটিমের মামা আবু বকর জানান, পুলিশের কাছে গেলে তদন্ত কর্মকর্তা এসআই মিজান সাহেব বলেন, আসামীর সন্ধান দিন, আমরা ধরবো। নতুবা দেয়ালে দেয়ালে পোস্টার লাগান, আসামী ধরে দিতে পারলে পুরুষ্কার দেওয়া হবে’।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ডাউকের খাড়া গ্রামে শিশু ৬ষ্ট শ্রেণির এক শিক্ষার্থীকে আসামীর মা বাসন মাঝতে ডেকে নিলে নির্জনে পেয়ে মেয়েটির গলাটিপে ধরে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায় একই গ্রামের মৃত ইলিয়াছ আলীর পুত্র মোহাম্মদ আলী (২৪)। পরে নিকটবর্তী ঘরের বাসিন্দা ও মেয়ের মা মেয়েকে তার কবল থেকে উদ্ধার করে। ঘটনার পরদিন দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি এজহারভুক্ত করা হয় (মামলা নং ১৬, ১৭/০৪/২০২৫)।

জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি মো.জাহিদুল হক বলেছেন, আসামী কে গ্রেফতারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। আসামী পক্ষ ভিকটিম পরিবার কে হুমকি ধমকি দিয়ে থাকলে থানায় এসে জিডি করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments