Sunday, May 11, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জদোয়ারাবাজারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দারের চারা বিতরণ

দোয়ারাবাজারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দারের চারা বিতরণ

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গাছের চারা ও ল্যাপটপ বিতরণ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) সাংবাদিক মনির হায়দার।

শুক্রবার বিকেলে হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথি সাংবাদিক মনির হায়দার পাঁচ হাজার গাছের চারা ও শিক্ষার্থীদের ল্যাপটপ বিতরণ করেন।

উপহার হিসেবে এসব প্রদান করেন যুক্তরাজ্যের মিশিগান সিটির সাবেক কাউন্সিলর কাজি মকছদ মিয়া।

বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, একটা দীর্ঘ সময় বাংলাদেশের পরিবেশ স্বাভাবিক ছিল না। গোটা দেশের সব ধরনের পরিবেশ দূষিত হয়ে গিয়েছিল। মানুষকে বিভাজিত করা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনাবলে ১৬ বছরে এমন এক বিষাক্ত পরিবেশ তৈরি হয়েছিল যে, মুক্তিযুদ্ধ কি? মানুষ সেটা ভুলে গিয়েছিল।

বিদ্যালয়ের সভাপতি পীর কলমদর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সমর পাল, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোঃ আব্দুল কদ্দুস, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাষ্টার, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক, যুক্তরাজ্যের প্রবাসী বিএনপি নেতা সদরুল আমীন সোহান প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন তরুন শিক্ষানুরাগী ও বি এন পি নেতা মোঃ ওলিউর রহমান।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার এর আগে ছাতক উপজেলার গোবিন্দনগর ফাজিল মাদ্রাসায় ল্যাপটপ ও বৃক্ষ বিতরণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments