Thursday, May 8, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে কলার বাজার থেকে বিষধর পিট ভাইপার সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে কলার বাজার থেকে বিষধর পিট ভাইপার সাপ উদ্ধার

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি

শ্রীমঙ্গল শহরের নতুন বাজারের দ্বিতল কলার বাজার থেকে একটি বিষধর পিট ভাইপার (সবুজ বোড়া) সাপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ মে) রাত আনুমানিক ৮টার দিকে কলার বাজারের ভেতরে হঠাৎ একটি সাপ দেখা গেলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। আতঙ্কিত ব্যবসায়ীরা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করলে, প্রতিষ্ঠানটির পরিচালক স্বপন দেব সজল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সাপটি সফলভাবে উদ্ধার করেন।

স্বপন দেব সজল জানান, “উদ্ধার করা সাপটি পিট ভাইপার প্রজাতির, যা বাংলাদেশের অন্যতম বিষধর সাপ হিসেবে পরিচিত। সাপটি নিরাপদে উদ্ধার করে পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মানুষের দ্রুত প্রতিক্রিয়া এবং সচেতনতার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আমাদের উচিত বন্যপ্রাণীদের প্রতি সহনশীল ও সচেতন আচরণ করা। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এসব প্রাণীর সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

এ ঘটনায় বাজারের ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের উদ্যোগের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments