সুনামগঞ্জ প্রতিনিধি,
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন উপজেলার বাসিন্দারা।
রোববার (৪ মে) দুপুরে উপজেলার কারেন্টের বাজার বোয়াল চত্বরে বিশ্বম্ভরপুর উপজেলাবাসীর ব্যানারে এ কর্মসূচি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পতিত সরকারের আমলে পদায়ন পাওয়া ইউএনও মফিজুর রহমান বিশ্বম্ভরপুর উপজেলার পর্যটন খাত ধ্বংস করে দিয়েছেন। বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারী ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আমার তার অপসারণ ও শাস্তি চাই।
জানা যায়, কারেন্টের বাজারে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে যাওয়ার পথে মাল্টিপারপাস সেন্টারের সামনে এলে ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে স্থানীয় এলাকাবাসী ও হামলাকারীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের দাবি, ইউএনওর পক্ষ নিয়ে একটি পক্ষ এ হামলা চালিয়েছে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, মানববন্ধন শেষে স্থানীয় এলাকাবাসী যখন মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনের দিকে যাচ্ছিলো তখন শুনেছি কে বা কারা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালালে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। যারা হামলা চালিয়েছে তাদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হবে।
এ বিষয়ে ইউএনও মফিজুর রহমান বলেন, আমি জেলা প্রশাসকের কার্যালয়ে একটা সভায় আছি। উপজেলায় কী হয়েছে আমি জানি না। হামলার বিষয়ে আমি অবগত নই।