দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
শ্রমিক- এক হয়ে, গোড়বো এদেশ নতুন করে” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ১লা মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদ্ যাপন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও শ্রমিকের উদ্যোগে আলোচনা সভা আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় ।প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে এবং শ্রমিকদের অফিসের সামনে এসে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু ।
উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার ছানা, ওসি তদন্ত মোঃ শামসুদ্দিন, এবং সাবেক দোয়ারাবাজার সদর ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান হাজী এম এ বারী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মাস্টার কামাল উদ্দিন, সদ্যসমাপ্ত দোয়ারাবাজার উপজেলার শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ লায়েক হোসেন সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান সহ সাধারণ সম্পাদক মোঃ ইয়াজুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ ওয়াসিম মিয়া, কার্যকারী সভাপতি মোঃ ভুট্টো মিয়া, সহ-সভাপতি হানিফ মিয়া সাংগঠনিক সম্পাদক মোঃ মোঃ মাসুদ মিয়া , দপ্তর সম্পাদক সুজন মিয়া , সাম্মানিত সদস্য মোঃ নুরুল আমিন লবিব মিয়া সুরহাম ও
বিশিষ্ট সমাজ সেবক ডা. মোঃ হারিছ মিয়া।
এ ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।