স্টাফ রিপোর্টার,
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একইদিন জেলার শাল্লা উপজেলার সুলতান পুর গ্রামের নবীর হোসেন নামের এক কৃষক হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এসব ঘটনা হয়।
নিহত মানিক মিয়া জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। আহত নবীর হোসেনের বাড়ি শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আজ বৃহস্পতিবার সকাল থেকে পাকনার হাওরে ধান কাটছিলেন মানিক মিয়া। দুপুর ২টার দিকে প্রচণ্ড ঝড়ো হাওয়ার সাথে বজ্রবৃষ্টি হলে হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে স্থানীয়রা মানিক মিয়ার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।’
ওসি আরও বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।’
অন্যদিকে, শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘উপজেলার সুলতানপুর গ্রামের নবীর হোসেন নামের এক কৃষক হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে আহত হন। তাকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।