নিজস্ব প্রতিবেদক,
সুনামগঞ্জ শহরে সত্যশব্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে নৃত্যানুষ্ঠান ‘নৃত্য বন্দনা’। আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপনের লক্ষ্যে সত্যশব্দের নৃত্য বিভাগের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা দিয়ে সাজানো হয়েছিল আয়োজনটি।
শহরের নতুনপাড়ায় অবস্থিত ফারিহা একাডেমির সুসজ্জিত প্রাঙ্গণকে সত্যশব্দের কর্মীরা সৃজনশীলতায় সাজিয়ে তুলেছিলেন। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পুরোধা ব্যাক্তিত্ব সঙ্গীতজ্ঞ সানজিদা খাতুনের প্রয়াণে সকলে দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রবীণ নৃত্যশিল্পী শক্তি আচার্য্য। সূচনালগ্নে বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অঞ্জন চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক শ্রাবন্তী পুরকায়স্থ ও আবৃত্তিশিল্পী রবিউল ইসলাম পুলক।
সত্যশব্দের নৃত্য প্রশিক্ষক দেবপ্রিয়া পাল তার স্বাগত বক্তব্যে পৃথিবীতে মানুষের জীবন যেন নৃত্যের মতোই সজীব, ছন্দময় ও আনন্দময় হয়ে ওঠে সে আশা ব্যক্ত করেন।
সত্যশব্দের প্রতিষ্ঠাতা ও পরিচালক দেবাশীষ তালুকদার শুভ্রর সঞ্চালনায় সত্যশব্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের দলীয় পরিবেশনা দর্শককের আনন্দের জোগান দেয়। এছাড়া নৃত্যাঙ্গন সুনামগঞ্জ ও নৃত্যভূমি সুনামগঞ্জের শিল্পীরাও আমন্ত্রিত হয়ে নৃত্য পরিবেশন করেন।
অয়নৃত্য ও নৃত্যম নৃত্যালয়ের শিল্পীরা ছাড়াও সুনামগঞ্জের সকল অঙ্গনের সংস্কৃতিকর্মীদের উচ্ছ্বল উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিলেন সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের কর্মীরা।