দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
এনটিভি ইউরোপ বাতিল হওয়ায় নন্দিত টিভি অনলাইনে নিয়োগ পেলেন বাংলাবাজারের আবু বকর। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাউলী গ্রামের বাসিন্দা ও বীরমুক্তিযুদ্ধের সন্তান এবং বরইউড়ি মাদরাসার দাতা সদস্য ।
জানা যায়, সম্প্রতি এনটিভি ইউরোপ এর দোয়ারাবাজার প্রতিনিধি থেকে কর্তৃপক্ষ আবু বকর কে বাতিল করায় ‘নন্দিত টিভি’ অনলাইনে তিনি নিয়োগ পেয়েছেন।
এ ছাড়াও বেশ কিছু অনলাই টিভি ও অনলাইন পত্রিকাসহ অর্ধশত পত্রপত্রিকায় কাজ করে আসছেন। তার নিয়োগে উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ উৎসাহ প্রকাশ করেছেন। রাজনীতি, অর্থনীতি, বিবাহ সাদী, ওয়াজ মাহফিলে যে কোন অনুষ্ঠানে অনলাইন নিউজের জন্য তার সঙ্গে যোগাযোগ করুন। মোবাইল নম্বর (01765060311)। নন্দিত টিভি অনলাইনে নিয়োগ পাওয়ায় গভীর শুভেচ্ছা জানিয়েছেন উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।
জানতে চাইলে আবু বকর বলেন, আমি সত্যের পক্ষে আছি। ষড়যন্ত্র করে কেউ পার পাবে না। যেখানে দুর্নীতি সেখানেই আমার কলম চলবে ইনশাআল্লাহ।