নিজস্ব প্রতিবেদক,
সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে ইকবাল হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বরাম হাওর থেকে ধান কেটে বাড়ি নিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন ভোলার রসুলপুর উপজেলার রসুলপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় দিরাই উপজেলায় হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বরাম হাওরে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে ইকবাল হোসেন গুরুতর আহত হন। অন্য কৃষকরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, যেহেতু হাওরে এখন ঝড়বৃষ্টি শুরু হয়েছে, সেক্ষেত্রে আকাশে অবস্থা খারাপ দেখলে সবার উচিত নিরাপদ স্থানে যাওয়া।