Sunday, July 27, 2025
Homeসিলেট বিভাগহবিগঞ্জহবিগঞ্জে পতাকা বৈঠকে দেশে আনা হলো ভারতে নির্যাতনের শিকার দুই বাংলাদেশিকে

হবিগঞ্জে পতাকা বৈঠকে দেশে আনা হলো ভারতে নির্যাতনের শিকার দুই বাংলাদেশিকে

নিজস্ব প্রতিবেদক,

 

হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় বাংলাদেশের ২ কৃষককে নির্যাতনের ঘটনা ঘটে রোববার (২০ এপ্রিল) সকালে। সেই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে রোববার বিকেলেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই কৃষককে হস্তান্তর করা হয়।

 

ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই সেখানকার উচ্ছৃঙ্খল জনতা বাংলাদেশি ২ কৃষকের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পিকআপ ভ্যানে ওঠানোর সময়ও নির্যাতন চালানো হয়।

 

ভারতে নির্যাতনের শিকার দুই কৃষক হলেন- মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আব্দুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩) ও একই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪)।

 

ভারতীয় সীমান্তরক্ষীদের অভিযোগ, বাংলাদেশি দুই নাগরিক মেইন পিলার ১৯৮৭ দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন। এজন্য তাদেরকে আটক করা হয়।

 

হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় বাংলাদেশের ২ কৃষককে নির্যাতনের ঘটনা ঘটে রোববার (২০ এপ্রিল) সকালে,

 

পরে রোববার বিকেলে সীমান্তের মেইন পিলার ১৯৮৮ জিআর ৪১৭৫৭৮ মানচিত্র ৭৮পি/৮ শূন্য লাইনে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশি হবিগঞ্জ ব্যাটালিয়ান (৫৫ বিজিবি) সদস্যদের এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ি বিজিবি সদস্যদের কাছে আটক দুই বাংলাদেশিকে হস্তান্তর করেন।

 

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সতর্ক রয়েছে।

 

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments