স্টাফ রিপোর্টারঃ
ধর্মীয় অনুভূতিতে আ’ঘাত এনে কনটেন্ট তৈরি করা টিকটকার ইব্রাহিম মিয়া ও মুক্তা খাতুন এখনো অধরা। তাদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে এন্তার অভিযোগের ফিরিস্তি তুলে ধরেছেন নেটিজেনরা।
সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা মুক্তা খাতুন ও ইব্রাহিম মিয়া ধর্মীয় অনুভূতিতে আ ঘাত এনে কনটেন্ট তৈরি করেছেন, এমন অভিযোগ তুলে সাধারণেরা তাদের গ্রে ফতাদের দাবি জানাচ্ছেন।
এদিকে গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টি সম্পর্কে ব্যাপকভাবে অসন্তোষ তৈরি হলে বাড়ী ছেড়ে পালিয়ে যায় মুক্তা ও ইব্রাহিম। জানা যায়, কখনো নিজ গ্রামে আবার কখনো পাশ্ববর্তী গ্রামে আত্মগোপন করে তারা। বর্তমানে তাঁরা কোথায় গা ঢাকা দিয়েছে এমন তথ্য এখনো অজানা।
পুলিশ সূত্র জানায়, তাদেরকে গ্রে ফতারে পুলিশের কয়েকটি টীম মাঠে সক্রিয় আছে। ঘটনার সূত্রপাতের দিন থেকেই পুলিশ তাঁদের গ্রে ফতারে তৎপর ছিলো৷
এদিকে গতকাল মঙ্গলবার হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একজন আইনজীবী বাদী হয়ে ইব্রাহিম ও মুক্তার বিরুদ্ধে মা মলা দায়ের করেছেন। আদালত শুনানি শেষে এফআইআরের আদেশ প্রদান করেছেন।
জানা যায়, ইব্রাহিম মিয়া ও মুক্তা খাতুন ধর্মীয় অনুভূতিতে আ ঘাত সৃষ্টি করে এমন অনেকগুলো কনটেন্ট পূর্বে তৈরি করেছেন। কখনো বিতর্ক সৃষ্টি হলে ক্ষমা চেয়ে আবার তারা একই কাজ শুরু করেন। জনসাধারণের দাবি, দ্রুত ইব্রাহিম ও মুক্তাকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।