Wednesday, April 16, 2025
Homeঅপরাধকানাইঘাটের ভাটিবারাপৈতে সরকারি রাস্তা দখল করে  চলছে পাকাঁ বাউন্ডারীর কাজ 

কানাইঘাটের ভাটিবারাপৈতে সরকারি রাস্তা দখল করে  চলছে পাকাঁ বাউন্ডারীর কাজ 

 

কানাইঘাট প্রতিনিধিঃ

স্থানীয় লোকজনদের বাধা নিষেধ উপেক্ষা করে কানাইঘাট লক্ষিপ্রসাদ পূর্ব ইউপির ভাটিবারাপৈত সহ এলাকার কয়েকটি গ্রামের জনসাধারণের যাতায়াতের এলজিডির তালিকা ভূক্ত সরকারি রাস্তার কয়েক ফুঁট দখল করে প্রভাবশালী কিছু লোকজন তাদের বসতবাড়ীর পাকাঁ বাউন্ডারী নির্মাণ কাজ অব্যহত রাখায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। দ্রæত তদন্ত করে সরকারি রাস্তা দখল করে যারা পাকাঁ বাউন্ডারী নির্মাণ কাজ করছে তাদের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ভাটিবারাপৈত আগরছটি গ্রামের অর্ধশতাধীক লোকজন গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্বাক্ষর সম্মলীত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় লোকজন জানান ভাটিবারাপৈত গ্রাম সহ আশপাশ এলাকার একমাত্র যাতায়াতের রাস্তার কয়েক ফুঁট অংশ অবৈধ ভাবে দখল করে গ্রামের আব্দুল আজিজের পুত্র তছির আলী,আমির আলী ও তাদের ভাতীজা আব্দুর রহমান,মখলিছ গংরা গতকয়েক দিন থেকে তাদের বসতবাড়ীর সীমানায় পাকাঁ বাউন্ডারীর কাজ শুরু করে। এতে গ্রামের লোকজন সরকারি যাতায়াতের রাস্তার অংশ দখল না করে বাউন্ডারীর কাজ করার জন্য তাদের অনুরোধ করলেও উল্টো গত শুক্রবার তারা গ্রামের লোকজনদের উপর চড়াও হয়।

বাধা নিষেধ দেওয়ার পরও এলাকার মানুষের যাতায়াতের রাস্তা দখল করে সীমানা পাচিরে কাজ তছির আলী গংরা অব্যহত রাখায় বর্তমানে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।এনিয়ে যাতে করে এলাকায় কোন ধরণের অনাকাঙ্গিত ঘটনা না ঘটে এজন্য সীমানা পাচিরে কাজ বন্ধ করে সরকারি রাস্তা দখল মুক্ত করার জন্য নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments