দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ আবু সালেহ মোঃ আলা উদ্দিন।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হেলাল উদ্দিন (২১) নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত হেলাল উদ্দিন উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাও গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার সিংহ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার সিংহ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় হেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৫৫ ঘনফুট বালু ও ১টি পিকআপ গাড়ি জব্দ করা হয়। জব্দকৃত গাড়ি দোয়ারাবাজার থানা হেফাজতে রাখা হয়েছে। #