Wednesday, April 16, 2025
Homeসিলেট বিভাগসিলেটগোয়াইনঘাটে রাস্তা নিয়ে বি'রো*ধ: প্রশাসনের হস্তক্ষেপে নিষ্পত্তি 

গোয়াইনঘাটে রাস্তা নিয়ে বি’রো*ধ: প্রশাসনের হস্তক্ষেপে নিষ্পত্তি 

 

 

মতিউর রহমান,গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় হাওরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই ইউনিয়নের মানুষের মধ্যে দীর্ঘদিন থেকে চলে আসা বিরোধ অবশেষে উপজেলা প্রশাসনের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। জানা যায়, উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের যাত্রাভাঁ কান্দিগ্রাম এবং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের খুর্দ্দা মৌজার মানুষের মাঝে ‘কৈয়ার’ হাওরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। বেশ কয়েকবার দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষই মারামারিতে লিপ্ত হয়েছে। সর্বশেষ গত ৫ই এপ্রিল ওই দুই এলাকার লোকজন মাইকে ডাকাডাকি করে অস্ত্র শস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিলো। পরে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সহায়তায় রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে মুক্তি পায় দুই এলাকার লোকজন। তাৎক্ষণিক সংঘর্ষ থেকে বিরত থাকলেও এই ঘটনাকে কেন্দ্র করে দুই এলাকার লোকজনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিলো। স্থানীয় বাসিন্দাদের মসজিদ, মাদরাসা, স্কুল, বাজার হাট ও উপজেলা সদরে যাতায়াতের জন্য একটি রাস্তার দাবী ছিলো দীর্ঘদিনের। অবশেষে গত সোমবার, (১৪ এপ্রিল) দুপুরে সরেজমিন পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম। এসময় সেনাবাহিনী, পুলিশ, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও দুপক্ষের লোকজন উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে সার্বিক দিক বিবেচনা করে, স্থানীয় বাসিন্দা ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে সীমানা নির্ধারণ পরবর্তী এখানে রাস্তা নির্মাণের সিদ্ধান্তের কথা জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম। এসময় দু’পক্ষের লোকজনই প্রশাসনের এই সিদ্ধান্ত মেনে নিয়ে ভবিষ্যতে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোন কর্মকাণ্ডে জড়াবেননা বলেও অঙ্গীকার করেন। দীর্ঘদিন থেকে হাওড়পারের মানুষের যাতায়াতের জন্য রাস্তা করার সিদ্ধান্তে আনন্দিত স্থানীয় বাসিন্দারা। তাদের দীর্ঘদিনের স্বপ্ন রাস্তা নির্মাণ হবে শুনে অনেকেই আবেগাপ্লুত হয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments