পিন্টু দেবনাথ, মৌলভীবাজার :
মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নববর্ষকে বরণ করা হয়।
এসো হে বৈশাখ এসো এসো, এই গানের সুরে সুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় বের করা হয় শোভাযাত্রা। শোভাযাত্রা কমলগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।
দিনব্যাপী আয়োজিত নানা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম সাদিক আল সাফিন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভুঁইয়া, কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী সুজন আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থীসহ নানা পেশার নেতৃবৃন্দ।