Wednesday, April 2, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রশাসনিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) শ্রীমঙ্গল গ্র্যান্ড তাজ চাইনিজ রেস্টুরেন্টে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন-এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম এবং রেলওয়ে থানার ওসি মো: মওদুদ হাওলাদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য কাওছার ইকবাল।

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, কোষাধ্যক্ষ মো: এহসানুল হক,

দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, কার্যকরী সদস্য শাকির আহমেদ ও নূর মোহাম্মদ সাগর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ আমিরুজ্জামান, ঝলক দত্ত, আমজাদ হোসেন বাচ্চু, আবুজার রহমান বাবলা, মো: সাহাব উদ্দিন, এম এ রব, মিজানুর রহমান আলম, সামছুল ইসলাম শামীম, রুবেল আহমদ, আনোয়ার হোসেন জসিম, গোলাম কিবরিয়া জুয়েল, অরবিন্দু দেব এবং সাংবাদিক মো: আলআমিন মিয়া প্রমুখ।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের এই আয়োজন পবিত্র রমজানের মহিমা ও সৌন্দর্যকে আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ করে দেয়। মাহফিলে উপস্থিত অতিথিরা রমজানের তাৎপর্য ও সমাজের কল্যাণে একে অপরের পাশে থাকার গুরুত্ব তুলে ধরেন।

আয়োজিত এ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য মাওলানা হাফেজ জোবায়ের আহমেদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments