Tuesday, April 1, 2025
Homeজাতীয়বানিয়াচংয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

বানিয়াচংয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

 

শাহ সুমন, বানিয়াচং থেকে ঃ-

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ন ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বানিয়াচং শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫”পালন করা হয়েছে।

 

বুধবার (২৬ মার্চ) বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। বানিয়াচং উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা , আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠনের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তবক অর্পণ করা হয় ।

 

সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মাহমুদা বেগম সাথী, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করে।

 

সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মাহমুদা বেগম সাথী’র সভাপতিত্বে আলোচনা ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

 

উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা সুদীপ কুমার দেব এর সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা মোঃ নমির আলী, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বশীর আলী, উপজেলা সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন,ফুড কর্মকর্তা সাইফুল ইসলাম,আনসার ভিডিপির (ভারপ্রাপ্ত)কর্মকর্তা স্মৃতি রাণী, সাংবাদিক মুখলিছ মিয়া, আক্তার হোসেন আল হাদী, নূরুল ইসলাম, শাহ সুমন, এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments