Wednesday, April 2, 2025
Homeসিলেট বিভাগসিলেটপাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস্ এ. গোয়াইনঘাটের ইফতার মাহফিলের সম্পন্ন:

পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস্ এ. গোয়াইনঘাটের ইফতার মাহফিলের সম্পন্ন:

 

 

মতিউর রহমান (দুলাল) গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন “পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস্ এসোসিয়েশস অব গোয়াইনঘাট” (পুসাগ) এর ইফতার মাহফিল-২০২৫ সম্পন্ন হয়েছে।

 

২৬মার্চ (বুধবার) বিকাল ৫টায়, সিলেট নগরীর প্যারালাক্স রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে, ফাহিম মোনায়েমের (রাবি) সভাপতিত্বে, দেলোয়ার হোসেন (ব.বি) ও রুবেল আহমদ রাহী (ঢাবি) এর সঞ্চালনায়, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো:আব্দুস সামাদ, আইপিই বিভাগ,শাবিপ্রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:জিল্লুর রহমান অধ্যক্ষ, ঢাকা-দক্ষিণ সরকারি ডিগ্রি কলেজ।

ফারুক আহমদ,সিনিয়র ব্যবস্থাপক,সোনালী ব্যাংক,শাবিপ্রবি শাখা। তাহের আহমদ,শিক্ষক,জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল। সাইদুল হক, সহকারী শিক্ষক,সিলেট সরকারি পাইলট স্কুল। ইকবাল আহমদ,অফিসার,পল্লী সঞ্চয় ব্যাংক। ইঞ্জিনিয়ার সম্রাট তারেক আহমদ। পুসাগের সাবেক সভাপতি -রুহুল আমিন মারুফ, প্রতিষ্টাকালীন সভাপতি সদর উদ্দিন, স্বাগত বক্তব্য-ফখরুজ্জামান ফলিক (শাবিপ্রবি)। আরও উপস্থিতি ছিলেন শিক্ষক,ইঞ্জিনিয়ার,অফিসার সহ আমাদের সংগঠনের সাবেক বর্তমান নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments