Tuesday, April 1, 2025
Homeবিনোদনশাকিব খানকে কপি করেছেন সালমান, নেটদুনিয়ায় বিতর্ক তুঙ্গে

শাকিব খানকে কপি করেছেন সালমান, নেটদুনিয়ায় বিতর্ক তুঙ্গে

 

 

বিনোদন ডেস্ক,

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫,

 

 

ঢালিউড ও বলিউড দুই ইন্ডাস্ট্রিরই সুপারস্টার শাকিব খান ও সালমান খান। তবে সম্প্রতি একটি বিশেষ বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক—সালমান খান নাকি কপি করছেন শাকিব খানকে!

 

বিতর্কের সূত্রপাত সালমান খানের বহুল আলোচিত সিনেমা ‘সিকান্দার’ নিয়ে। আগামী ৩০ মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সিনেমাটি। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে সিনেমার অগ্রিম বুকিংও।

 

এদিকে ‘সিকান্দার’ ছবির প্রযোজক তার সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘জোহরা যাবিন’ গানটি শেয়ার করার পরই। সেই গান দেখেই নেটিজেনদের অভিযোগ, সালমান খান বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে কপি করেছেন!

 

২০২৩ সালে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবিটি। সেই ছবিতে ‘কুরবানি কুরবানি’ গানে শাকিবের লুক, এমনকি ডান্স স্টেপও নাকি হুবহু নকল করেছেন বলি সুপারস্টার। সেই গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যগ্রহণ সবকিছুর সঙ্গের নাকি মিল রয়েছে সালমানের ‘জোহরা যবিন’ গানের। আর এই তুলনা টেনেই কটাক্ষ করেছেন অনেকেই।

 

এক্স হ্যান্ডেলে এক সমালোচক দুটি গানের ভিডিও শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’-এর বিরুদ্ধে। যেখানে দুইটি গানের কোরিওগ্রাফিতে প্রায় একইরকম দৃশ্যের দেখা মিলেছে।

 

এদিকে নেটিজেনের এই পোস্টের বিরুদ্ধে সরব হয়েছেন ভাইজানের অনুগামীরাও। তাদের দাবি- ‘পোশাকের মিল মানেই অনুকরণ নয়।’ অন্যদিকে আরেক নেটিজেন ব্যঙ্গ করে লিখেছেন ‘কী দিন এলো, বাংলাদেশি অভিনেতাকেও কপি করতে হচ্ছে!’

 

অপরজনের মন্তব্য, ‘দারুণ বিষয়! ভাইজান প্রচুর বাংলাদেশি ছবি দেখছেন।’ কেউ লিখেছেন, ‘ভেবেছেন বাংলাদেশি অভিনেতাকে নকল করলে কেউ জানতেও পারবে না!’ এমনই সব তর্ক-বিতর্কে সরগরম নেটপাড়া।

 

গত দু’সপ্তাহ আগে ‘জোহরা যবিন’ গানটি মুক্তি পেয়েছে। প্রীতমের সুরে গানটি গেয়েছেন নাকাশ আজিজ। সমীর আর দানিশ সাবরি গানটি লিখেছেন। মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ ছবির এই গানে সালমানের সঙ্গে দেখা যাচ্ছে ছবির নায়িকা রাশমিকা মান্দানাকেও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments