Sunday, March 23, 2025
Homeধর্মকোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – মাওলানা মুফতি...

কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – মাওলানা মুফতি কাজী ওয়াজিহ উদ্দিন 

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ আবু সালেহ মোঃ আলা উদ্দিন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়ারাবাজার উপজেলার ৪ নং মান্নার গাঁও ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী মাওলানা মুফতি মুহাম্মদ ওয়াজিহ উদ্দিন বলেছেন, মাহে রমজান কোরআন নাযিলের মাস, এ মাস মক্কা বিজয়ের মাস। আজ ঐতিহাসিক বদরের দিন। এ মাসেই আমরা সর্বশেষ কিতাব পেয়েছি।

এ মাসে তাকওয়ার গুনাবলী অর্জন করতে হবে। তাকওয়ার গুনাবলী ছাড়া একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারেনা। ফ্যাসীবাদীদের মাঝে বড় বড় ডিগ্রিওয়ালা, গুনী মানুষ ছিলেন কিন্তু নৈতিকতার অভাবে হাজার হাজার মানুষকে খুন করেছে, লুটপাঠ হয়েছে, অসংখ্য প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, আলেম ওলামাদের নির্যাতন করেছে।

খোদাভিরুতা ও জবাবদীহিতা না থকে তাহলে কি হতে পারে গত ১৫ বছর তার প্রমান। কোরআনের শিক্ষাই যদি না থাকে, তাহলে বার বার ফ্যাসীবাদের জন্ম নিবে, স্বৈরাচার ও লুঠেরা ঘুরেফিরে আসবে। আসুন সবাই মিলে কোরআনের শিক্ষাকে ধারন করি। কোরআনের শিক্ষায় উজ্জীবিত হই, রাসুলকে অনুসরন করি।

কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার সংস্কারের কাজ করছে। গণহত্যার সাথে জড়িতদের বিচার করতে হবে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যাবস্থা করতে হবে। সুন্দর দেশ ও সমাজ গঠনের জন্য ফ্যাসীবাদের ফিরে আসার পথ বন্ধ করতে হবে।

শুক্রবার বাদ আসর দোয়ারাবাজার উপজেলার ৪ নং মান্নারগাঁও ইউনিয়নের ঐতিহাসিক শ্যামল বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে জামায়াতে ইসলামীর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জূবায়ের আহমদের সভাপতিত্বে ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মান্নারগাঁও ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ফরিদ আহমদ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শফিক উদ্দিন বায়তুল মাল সম্পাদক ৪ নং মান্নার গাও ইউনিয়ন মোহাম্মদ আজিজুর রহমান টিম সদস্য মান্নার গাঁও ইউনিয়ন মোঃ কবির হোসেন সভাপতি মান্নার গাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড, মোঃ রায়হান মিয়া সাধারণ সম্পাদক ১ নং ওয়ার্ড মোঃ আইনুল হক সভাপতি শ্যামল বাজার ইউনিট , দোয়ারাবাজার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতি আবু সালেহ মোঃ আলা উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আখলিছ মিয়া এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments