Sunday, March 16, 2025
Homeঅপরাধসুনামগঞ্জে গৃহবধূকে ধ র্ষ ণ চেষ্টার অ ভি যো গ

সুনামগঞ্জে গৃহবধূকে ধ র্ষ ণ চেষ্টার অ ভি যো গ

সুনামগঞ্জ প্রতিনিধি,

 

সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের শশারকান্দা গ্রামে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

 

শনিবার (১৫ মার্চ) রাত অনুমান ১০ ঘটিকায় গৃহবধূর নিজ বাড়ির সামনে রাস্তা সংলগ্ন কলাগাছের বাগানে এই ঘটনা ঘটে। এ বিষয়ে গৃহবধূ বাদী হয়ে শশারকান্দা গ্রামের মাসুক মিয়া (৩০) জিলানী (২৫) কে অভিযুক্ত করে শাল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

লিখিত অভিযোগে গৃহবধূ উল্লেখ করেন, মাসুক মিয়া (৩০) পিতা- মৃত রুন্ড মিয়া ও জিলানী (২৫) পিতা- মৃত উসমান গণি তারা উভয়ই শশারকান্দা গ্রামের বাসিন্দা। আমাকে রাস্তা-ঘাটে দেখলে তারা প্রায়ই বিশ্রী অঙ্গভঙ্গি প্রদর্শন সহ নানা ধরণের কু-রুচিপূর্ণ কথাবার্তা বলে উত্যক্ত করত। আমি গতরাত অনুমান ১০ টায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বসত ঘর হইতে আমাদের বাড়ির সামনে দিকে রাস্তা সংলগ্ন কলাগাছের বাগানে যাই। তখন মাসুক মিয়া আমার মুখ এবং গলার মধ্যে চেপে ধরে এবং জিলানী মিয়া আমার হাতের মধ্যে ধরে জোরপূর্বক অন্যত্র টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মাসুক মিয়া ও জিলানী জোরপূর্বক আমার পরনের কাপড়-চোপড় খোলার চেষ্টা করে। একপর্যায়ে তারা দস্তাদস্তি করিয়া আমার পরনের ব্লাউজ এবং কাপড় ছিঁড়ে ফেলে আমার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে। আমার চিৎকার শুনে মাদেজা ও রিনা এবং আছমা বেগম এগিয়ে আসলে মাসুক ও জিলানী পালিয়ে যায়। এই বিষয়টি গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করার পর তারা আমাকে আইনী সহযোগীতা নেওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।

 

এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ভোরে তারা আসছিল ভিকটিম লিখিত অভিযোগ দিয়েছেন। আমি দু’জন সাব ইন্সপেক্টরকে ঘটনাস্থলে পাঠাইছি এবং এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments