Friday, March 14, 2025
Homeঅপরাধহ*ত্যা*র ভ*য় দেখিয়ে তরুণীকে ধ*র্ষণ, যুবক গ্রে*প্তা*র

হ*ত্যা*র ভ*য় দেখিয়ে তরুণীকে ধ*র্ষণ, যুবক গ্রে*প্তা*র

বিশেষ প্রতিনিধি,

 

বরিশালের মুলাদীতে গলাকেটে হত্যার ভয় দেখিয়ে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে খোকন কবিরাজ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে মুলাদী পৌরসভার চরডিক্রী কালাপাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর খালু মারা যাওয়ায় তার বাবা-মা বৃহস্পতিবার দুপুরে সেখানে যান। আর বাড়িতে অবস্থান করছিলেন তরুণী। দুপুর ২টার দিকে অভিযুক্ত খোকন দা নিয়ে তরুণীর ঘরে প্রবেশ করেন। তখন তাকে হত্যার ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন।

 

এ ঘটনায় ভুক্তভোগীর মা মুলাদী থানায় মামলা করেন। এরপর ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে কালাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন গণমাধ্যমকে বলেন, ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়ায় যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন। শুক্রবার তরুণীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments