Wednesday, March 12, 2025
Homeঅপরাধকার্টুন দেখানোর কথা বলে বাড়িতে এনে ২ শিশুকে ধ*র্ষ'ণের চেষ্টা

কার্টুন দেখানোর কথা বলে বাড়িতে এনে ২ শিশুকে ধ*র্ষ’ণের চেষ্টা

বিশেষ প্রতিনিধি,

 

টেলিভিশনে কার্টুন দেখানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে সাত বছরের ২ শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিনাজপুরের বিরামপুর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

 

বুধবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি মমতাজুল হক।

 

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় জনতা ওই ব্যক্তিকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়। গ্রেপ্তার মমিনুর ইসলাম (৫৪) পেশায় একজন ছাগল ব্যবসায়ী। তিনি উপজেলার দিওড় ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। ঘটনার পর রাতে ভুক্তভোগী এক শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। ভুক্তভোগী দুই শিশুকে রাতে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

এ বিষয়ে বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির সামনে রাখা একটি স্কুলভ্যানের ওপর ওই দুই শিশু খেলছিল। এ সময় প্রতিবেশী মমিনুর ইসলাম তার বাড়িতে টেলিভিশনে কার্টুন দেখানোর কথা বলে ওই দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে যান। ওই দুজনকে নিয়ে তিনি ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন। পাশের বাড়ির এক শিশু ইফতারি দিতে এসে এ ঘটনা দেখে এবং ভুক্তভোগী এক শিশুর বাড়িতে জানায়। ওই শিশুর পরিবারের সদস্য মমিনুরের বাড়িতে আসেন। তখন শিশু দুটি ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে। ঘটনা জানাজানি হলে মমিনুর ইসলাম বাড়ি থেকে পালিয়ে যান। পরে এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে দেন।

 

তিনি আরও বলেন, সাত বছরের দুই শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। রাতে এক শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। আটক মমিনুর ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিকে বুধবার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments