Wednesday, March 12, 2025
Homeঅন্যান্যUncategorizedসুনামগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সং'ঘ*র্ষ, আ'হ*ত ২৬

সুনামগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সং’ঘ*র্ষ, আ’হ*ত ২৬

স্টাফ রিপোর্টার ::

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমিতে ঢুকে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৬ জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে তয়ফুর হোসেন নামে এক বাসিন্দার গরু নুয়েল আহমদ নামে অন্য একজনের জমির ধান খেয়ে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাতে তয়ফুর হোসেন ও নুয়েল আহমদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে তাদের মধ্যে শুরু হয় হাতাহাতি। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৬ জন আহত হয়েছেন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

 

আহতদের নাম শাহীদুল, শহীদুর রহমান, হাবিবুর রহমান রিমন, শহিদুর রহমান, সুবেল, মাজিদনুর রহমান, সাব্বির, সুমান, সবিননূর, তইদুল, কানাই, জিসান, ওয়েজনূর, জাহিন, রুবেজ আহমদ, শিপন, দুলন আহমদ, তইবুল হোসেন, নিয়াজ, শাওন, জমির হোসেন, সেবেননূর, কাসেম, সাদু মিয়া, হেলাল ও আবু আলী বলে জানা গেছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, এখন পর্যন্ত কোনোপক্ষ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments