Sunday, March 9, 2025
Homeঅপরাধছাতকে যৌথ অভি*যানে চাঁদাবাজির অভি*যোগে তিনজন গ্রে*ফ*তার 

ছাতকে যৌথ অভি*যানে চাঁদাবাজির অভি*যোগে তিনজন গ্রে*ফ*তার 

 

 

 

ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি:

 

সুনামগঞ্জ জেলার ছাতকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে চাঁদাবাজির দায়ে তিনজন কে গ্রেপ্তার করা হয়েছে।

 

আজ (০৮ মার্চ) শনিবার দুপুর ২ ঘটিকার সময় ছাতক পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি গ্রহণ চলছে।

 

গ্রেফতারকৃতরা হলেন, ১।নামঃ জুয়েল মিয়া(৩০) পিতার নামঃ মৃত বেদা মিয়া, মন্ডলী ভোগ,ছাতক, সুনামগঞ্জ।

২।নামঃ সিরাজ মিয়া(৫৬) পিতার নামঃ মৃত আব্দুল গনি লেভার পাড়া, ছাতক,সুনামগঞ্জ। ৩। নামঃ মো: রুবেল মিয়া(৩৫) পিতার নামঃ মোঃ মদরিছ, মন্ডলী ভোগ, ছাতক, সুনামগঞ্জ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments