Sunday, March 9, 2025
Homeইসলামঅতিরিক্ত ঘুমালে রোজার কোনো ক্ষতি হয়?

অতিরিক্ত ঘুমালে রোজার কোনো ক্ষতি হয়?

ধর্ম ও জীবন বিধান ::

 

ইয়াছিন আলী খান,

প্রশ্ন: রোজা রেখে অতিরিক্ত ঘুমালে কি রোজা রাখায় কোন সমস্যা হবে বা রোজা মাকরূহ হবে কি?

 

উত্তর: রোজা রেখে কেউ যদি অতিরিক্ত ঘুমায় তাহলে তার রোজা নষ্ট হবে না। তবে রমজান মুমিন জীবনের শ্রেষ্ঠ সময়। তাই একজন মুমিনের উচিত, রমজানের বরকতময় সময়কে কাজে লাগানো।

 

বিশেষ করে অতিরিক্ত ঘুম যেন ফরজ ইবাদত যেমন- নামাজ থেকে দূরে না রাখে।

 

হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ সা. বলেছেন, মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসেনি।

 

কেননা মুমিনগণ এ মাসে (গোটা বছরের জন্য) ইবাদতের শক্তি ও পাথেয় সংগ্রহ করে। আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দোষত্রুটি অন্বেষণ করে। এ মাস মুমিনের জন্য গনীমত আর মুনাফিকের জন্য ক্ষতির কারণ।

সূত্র : (মুসনাদে আহমাদ ৮৩৬৮; মুসান্নাফে ইবনে আবি শাইবা ৮৯৬৮)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments