Sunday, March 9, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জদোয়ারাবাজারে সেনাবাহিনী সহ বাজার মনিটরিং অভিযান। 

দোয়ারাবাজারে সেনাবাহিনী সহ বাজার মনিটরিং অভিযান। 

 

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগ‌ঞ্জের দোয়ারাবাজারে যৌথ বা‌হি‌নীর বাজার ম‌নিট‌রিং অভিযানে ৮ প্রতিষ্ঠানে জ‌রিমানা আদায় করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) ২টা থে‌কে বিকাল ৫টা পর্যন্ত দোয়ারা সদর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় ক‌রেন উপজেলা নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুশান্ত সিংহ, সেনা ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর টীম।

৮ টি মামলা ক‌রে ১৫,হাজার ৯ শত টাকা জ‌রিমানা আদায় করা হয়। এসময় বাজারে সোয়াবিন তেলের প্রাপ্যতা, মজুদ পরিস্থিতি ও কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কিনা, ভুষি মালের দোকান, ফলের দোকান,সবজির দোকান ও আড়তে পণ্যের মূল্য তালিকা টানানো, মালামালের ক্রয় রশিদ(মেমো)দোকানে সংরক্ষণ ও বিক্রেতাকে রশিদ প্রদান,পোলট্রি দোকানে কেজিতে মুরগি বিক্রয় ইত্যাদি বিষয় মনিটরিং করা হয়।

অভিযানকালে মেসার্স হোসাইন এন্টারপ্রাইজ পাঁচ হাজার টাকা,তালহা সুপার শপ এক হাজার টাকা ,হিরা নিরা এন্টারপ্রাইজ এক হাজার, রুমেল পোল্ট্রি ফার্ম পাঁচ শত টাকা,মাহদী সবজি ভান্ডার দুইশত টাকা, এখলাছ সবজি ভান্ডার দুই শত টাকা উৎস হোটেল ৫ হাজার টাকা ও ভাই ভাই স্টোর’কে তিন হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments