পিন্টু দেবনাথ :
সবকিছু ঠিকঠাক। কনের বাড়িতে যাওয়ার জন্য সব গাড়ী ছেড়ে যাচ্ছে। কনেও বাড়ী সবাই অপেক্ষায় আছেন বর আসলে গেইট ধরবেন। কিন্তু বিধিবাম কনের বাড়ী বর প্রবেশের মুহূর্তে
হৃদ রোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানে। এ খবরটি কনে ও বরের বাড়িতে এলে নিমিষেই বিয়ে বাড়ির আনন্দঘন পরিবেশ পরিণত হয় বিষাদে।
জানা যায়, বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় জুড়ী উপজেলার রাজকি চা-বাগানের বাসিন্দা মুন্না রাজগড় (২৭) বিয়ে করার জন্য কমলগঞ্জে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা-বাগানের নতুন লাইন এলাকায় বিয়ে করতে বরযাত্রী নিয়ে যাচ্ছিলেন। রাত ৮ টার দিকে পাত্রখোলা চা বাগানে প্রবেশেই পথে বর হৃদ্রোগে আক্রান্ত হন। পরে মুন্নাকে বহনকারী গাড়িটি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন খবর শোনার পর বরযাত্রীদের বহনকারী বাকি গাড়িগুলো ঘুরে ফিরে যায়।
কমলগঞ্জ থানার পরিদর্শক শামিম আকিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। উভয় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’