স্পোর্টস ডেস্ক,
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণার পর মুশফিকুর রহিমকে তার অসামান্য অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন সতীর্থ ও সমর্থকরা।
তবে এবার শুভেচ্ছা বার্তা দিলেন সহধর্মিনী জান্নাতুল কেফায়েত মন্ডি।
নিজের ফেসবুক আইডিতে মন্ডি স্বামী মুশফিককে নিয়ে আবেকঘন একটি পোস্ট দিয়েছেন। সেখানেও জানিয়েছেন, ওজু ছাড়া ব্যাট-বল ধরেন না মুশফিক।
মন্ডি লিখেছেন- ওয়ানডে ক্রিকেট থেকে তোমার বিদায় আনন্দের হোক এই প্রত্যাশা করি। অসাধারণ ওয়ানডে ক্যারিয়ার পার করেছ তুমি।
নিজে থেকে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে দেখেছি। গুরুত্বপূর্ণ ম্যাচে ভাঙা পাঁজর নিয়ে খেলেছ, একসঙ্গে ২০টা পর্যন্ত ব্যথানাশক খেয়েছ।
মুশফিকের স্ত্রী আরো লিখেছেন, তুমি কখনো নিজের জন্য নয়, দল ও দেশের জন্য খেলেছ। পাশে এমন একজন সৎ মানুষ পাওয়া আমার জন্য আর্শীবাদ, যে ওজু না করে ব্যাট-বল স্পর্শ করে না।
তুমি অসাধারণ ফ্যামিলি ম্যান। বাচ্চাদের খুব প্রিয় মানুষ।
ছেলে শাহরোজ যেন নিজের জীবনে বাবা মুশফিককে আদর্শ হিসেবে নেয় এবং তার গুনাবলি ধারণ করে এটাই চাওয়া জান্নাতুল কেফায়েত মন্ডির।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওডিআই ম্যাচ (২৭৪) খেলার রেকর্ড মুশফিকের। ৭,৭৯৫ রান নিয়ে এই ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।
উিইকেটের পিছনে নিয়েছেন ২৪৩টি ক্যাচ এবং করেছেন ৫৬টি স্টাম্পিং। তিনি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে সফল উইকেটকিপার। ৩৭টি ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কত্বও করেছেন। খেলেছেন পাঁচটি ওয়ানডে বিশ্বকাপে।
গতকাল বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দেশের এই উইকেট কিপার ব্যাটার। এর আগে টি-টোয়েন্টি থেকে ২০২২ সালে অবসরে যান মুশি। এখন টেস্ট খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা তার।