Monday, March 10, 2025
Homeঅন্যান্যUncategorizedসুনামগঞ্জের তাহিরপুরে নদীর জায়গা দখল নিয়ে সংঘর্ষে আহত ১০

সুনামগঞ্জের তাহিরপুরে নদীর জায়গা দখল নিয়ে সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার:::

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর জায়গা দখল নিয়ে দু পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সোমবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের বাঁশ বাগানের পূর্ব পাশে যাদুকাটা নদীতে ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানান, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য ও ঘাগটিয়া গ্রামের বাসিন্দা রানু মিয়ার নেতৃত্বে দীর্ঘদিন ধরে যাদুকাটা নদীতে ঘেঁষে বাঁশ বাগানের পূর্ব পাশে ও এর আশপাশ এবং পাকা রাস্তার মাথা এলাকার পাড় কেটে বালু উত্তোলন করে বিক্রি করেছে৷ এই জায়গা নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে ও মামলাও হয়। সোমবার বাঁশ বাগানের পূর্ব পাশের জায়গা থেকে সেইভ মেশিন চালিয়ে রানু মেম্বারের নেতৃত্বে বালু উত্তোলন করা হচ্ছিলো। এসময় একেই ইউনিয়নের গড়কাটি গ্রামের আশরাফ তালুকদার ও তার ছেলে জুবায়ের তালুকদারসহ কয়েকজন জায়গার মালিকানা দাবী করে বাধা দেয়া। এসময় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দু’পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়।

স্থানীয় এলাকাবাসী কাছ থেকে ও খোঁজ নিয়ে আরও জানা গেছে, ঘাগটিয়া গ্রামের সরকারি পুকুর পাড় এলাকায় শেইভ মেশিন দিয়ে বালু উত্তোলন করছে ঘাগটিয়া গ্রামে ইউপি সদস্য রানু মেম্বার, মুসা আলাম, কামাল হোসেন, সাইফুল,সুবেল মিয়াসহ ১০-১৫জনের একটি চক্র। এই কারণে ঘাগটিয়া গ্রামের বিলিন হওয়ার পথে রয়েছে। অনেকেই বসত বাড়ি ছেড়ে অনত্র চলেও গেছে। এই পাড় কাটা কোন ভাবেই বন্ধ হচ্ছে না।

এই বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবস্থান করছে। এই বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments