সিলেট প্রতিনিধি:::
সিলেটের কিন ব্রিজের নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম শরিফুল ইসলাম (২৮)। পেশায় সে রিকশা চালক।
সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে পুলিশ। শরিফুলের সাথে পাওয়া একটি প্রেসক্রিপশন থেকে নাম জানা গেলেও পুরো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল কীন ব্রীজের নিচে ভাসমান অবস্থায় বসবাস করতেন। মাঝে মাঝে রিকশা চালাতেন। কয়েকদিন ধরে তার শরীর খারাপ ছিল। আজ সোমবার দুপুরে তিনি টিকিট কেটে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখান। বিকেলে হঠাৎ মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার। এ ব্যাপারে ঘটনাস্থল থেকে কোতোয়ালী থানার সাব ইন্সেপেক্টর (এসআই) মাসুদ জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।