লাইফস্টাইল প্রতিবেদক :
ইফতারের জন্যে দারুন একটি পানীয়ের রেসিপি দিয়েছেন টেলিভিশন মিডিয়ার প্রিয়মুখ সাদিয়া শিমুল। তিনি দিয়েছেন গ্রীষ্মকালীন আনারস লেমনেড পাঞ্চ রেসিপি। তো, আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ :
৪ কাপ আনারসের রস, ২ কাপ ঠান্ডা লেমনেড, ঠান্ডা ১ কাপ কমলার রস, ঠান্ডা ২ কাপ আদার রস, ঠান্ডা বরফের টুকরো (পরিমাণ মতো), কাটা লেবু, লেবু এবং কমলালেবু সাজানোর জন্য, সাজানোর জন্য তাজা পুদিনা পাতা।
তৈরির প্রণালি :
একটি বড় পাঞ্চ বাটিতে আনারসের রস, লেবুর রস এবং কমলার রস একসাথে মিশিয়ে নিন। পরিবেশনের ঠিক আগে, আদা রস দিয়ে নাড়ুন যাতে পাঞ্চটি ফিজি থাকে।
এবার পাঞ্চটি ঠান্ডা করার জন্য বরফের টুকরো যোগ করুন।সতেজ স্পর্শের জন্য লেবু, লেবু এবং কমলার টুকরো এবং কয়েকটি পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিন। পাঞ্চটি বুদবুদ এবং সতেজ রাখার জন্য ইফতারের ঠিক আগ মুহূর্তে বানিয়ে পরিবেশন করুন।