নিজস্ব প্রতিবেদক,
সিলেটে হকারের কাছে চাঁদা দাবি ও অপহরণের ঘটনায় সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জয়দীপ চৌধুরী মাধবকে কোতোয়ালি মডেল থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ।
রোববার (২ মার্চ) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে সিলেট মহানগর পুলিশের একটি দল।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম।
গ্রেপ্তারকৃত জয়দীপ চৌধুরী মাধব (৩৮) নগরের দাড়িয়াপাড়ার অজিত চৌধুরীর ছেলে। তিনি সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানাধীন জেলা পরিষদের সামনের ফুটপাত থেকে গত ২৮ ফেব্রুয়ারি রাতে হকার কাজল মিয়াকে (৫০) সিএনজি অটোরিকশাযোগে অপহরণ করে জিন্দাবাজার সিতারা ম্যানশনে নিয়ে যান জয়দীপ চৌধুরী মাধবের নেতৃত্বে একটি দল। পরে সেখানে কাজলকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ১৬ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করেন ও আরও ৩০ হাজার টাকা চাঁদা দাবিসহ মারপিট করা হয়। পরবর্তীতে বিক্ষুব্ধ হকাররা নগরের জিন্দাবাজার সড়ক অবরোধ করলে পুলিশের তৎপরতায় তাকে মুক্তি দেওয়া হয়। এই ঘটনায় পরবর্তীতে কাজল মিয়া (৫০) বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ যুবদল নেতা মাধবকে গ্রেপ্তার করে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, জয়দীপ চৌধুরী মাধবকে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রাম থেকে সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে প্রেরণ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে চাঁদা না দেওয়ায় যুবদল নেতা মাধব কর্তৃক এক হকারকে তুলে নেওয়ার অভিযোগে সিলেটের জিন্দাবাজার-বন্দরবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এরপর সেদিন রাতেই দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরীকে (মাধব) প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়।