Monday, March 10, 2025
Homeখেলাধুলাক্রিকেটব্যাটিংয়ে ব্যর্থ হলেও মুশফিকের কিপিংকে গুরুত্ব দিচ্ছেন শান্ত

ব্যাটিংয়ে ব্যর্থ হলেও মুশফিকের কিপিংকে গুরুত্ব দিচ্ছেন শান্ত

স্পোর্টস ডেস্ক,

 

চলমান চ্যাম্পিয়ন ট্রফিতে ব্যাট হাতে দলকে এগিয়ে নেওয়ার মহা দায়িত্ব পেয়েছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। যেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এই অভিজ্ঞ দুই ক্রিকেটার। শুধু ব্যর্থ বললেও ভুল হবে, দলের খারাপ সময়ে যেভাবে আউট হয়েছে তা খুবই হতাশার। নিউজিল্যান্ড মুশফিকের আউটের  জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান স্মিথ তো বলেই ফেললেন, এতো অভিজ্ঞ এমন শট খুবই হতাশার।

 

তাই সোমবার (২৪ ফেব্রুয়ারি) ম্যাচ শেষে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করা হয় এমন পারফরম্যান্সের পরও মুশফিক ও মাহমুদউল্লাহ দলের অটোচয়েজ কিনা।

 

জবাবে শান্ত বলেন, ‘না না, এই টিমে কেউ অটোচয়েজ না। সৌম্য টপ অর্ডারে খেলে, রিয়াদ ভাই লোয়ার মিডল অর্ডারে। সৌম্য যদি খেলতো তাহলে ব্যাটিং অর্ডারটা অনেক বেশি পরিবর্তন করা লাগতো। রিয়াদ ভাইয়ের খেলাটা প্রয়োজন ছিল। শেষ ৪-৫ ইনিংস যদি দেখেন রিয়াদ ভাই খুবই ভালো ব্যাটিং করেছে। তাই দরকার ছিল।

 

মুশফিক ও মাহমুদউল্লাহকে নিয়ে তিনি বলেন, দুই সিনিয়রকে আলাদাভাবে দেখতে চাই না। আমার মনে হয় দল হিসেবে আমরা ভালো খেলিনি। সিনিয়র দেখে তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি থাকবে এমনও না। পুরো ব্যাটিং গ্রুপ আমরা ভালো করিনি।

 

মাহমুদউল্লাহ ভারতের বিপক্ষে না খেললেও মুশফিক ছিলেন দুই ম্যাচের একাদশে। প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মেরে দ্বিতীয় ম্যাচে ৫ বলে ২ রান করে হারিয়েছেন উইকেট। এমন ব্যর্থতার পরেও মুশফিককে নিয়ে চিন্তিত না থাকার কথা বলেন শান্ত।

 

টাইগার অধিনায়ক বলেন, মুশফিক ভাইয়ের ৪-৫ ইনিংস নিয়ে চিন্তিত ছিলাম না। কিপিংটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আগে আমরা দেখেছি উনি কীভাবে দলের জন্য অবদান রেখেছেন। শেষ ৩ ইনিংস হয়তো হয়নি, হতে পারে। হয়তো পরের ম্যাচে উনি কামব্যাক করবেন।

 

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে মোকাবেলা করবে বাংলাদেশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments