Sunday, March 9, 2025
Homeরাজনীতিব্যারিস্টার সুমনকে জামিন দেননি হাইকোর্ট

ব্যারিস্টার সুমনকে জামিন দেননি হাইকোর্ট

কাগজ নিউজ,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর থানায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার লিটন আহমেদ।

 

এর আগে গত ১ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর থানার দুই হত্যাচেষ্টা ও খিলগাঁও থানার এক হত্যা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। পরে মিরপুরে করা এক হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে তার জামিন চেয়ে আবেদন করা হয়।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মিরপুরের বাঙালিয়ানা ভোজের বাবুর্চি হৃদয় মিয়া মিরপুর ১০ এলাকায় গুলিবিদ্ধ হন। তিনি হবিগঞ্জের মাধবপুর ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি।

এ ঘটনায় তিনি ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। অন্যদিকে মিরপুর-১০ নম্বর মোড়ে ১৯ জুলাই গুলিবিদ্ধ হন আদহাম বিন আমিন। এ ঘটনায় ২২ অক্টোবর তার ভাই আকিবুন নূর অপর একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। অন্যদিকে ১৯ জুলাই খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় পায়ে গুলিবিদ্ধ হন মিজানুর রহমান। পরে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা মো. কামাল হোসেন গত ২ সেপ্টেম্বর খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। গত ২২ অক্টোবর ঢাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তারের পর এই তিন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments